spot_img

জিরোনাকে হারিয়ে লিভারপুলের ছয়ে ছয়

অবশ্যই পরুন

চ্যাম্পিয়নস লীগে উড়ন্ত জয়যাত্রা অব্যাহত রেখেছে লিভারপুল।প্রিমিয়ার লীগের সবার উপরে থাকা অলরেডসরা ইউরোপা সেরার প্রতিযোগিতাতেও শুরু থেকে ছিল অপ্রতিরোধ্য। নিখুঁত ফুটবলে জিতে চলেছে একের পর এক ম্যাচ।জিরোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা ষষ্ঠ জয় পেল আর্না স্লটের দল। সেই সঙ্গে নিশ্চিত করল সরাসরি শেষ ষোলোয় খেলার টিকেট।

স্প্যানিশ ক্লাবটির মাঠে মঙ্গলবার জমজমাট লড়াইটি ১-০ গোলে জিতেছে লিভারপুল। তাদের জয়ের নায়ক মোহামেদ সালাহ, দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দেন।

টানা জয়ের ধারার মাঝে গত বুধবার প্রিমিয়ার লিগে অপ্রত্যাশিতভাবে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ৩-৩ ড্র করে লিভারপুল। সেই হতাশা পেছনে ফেলার লড়াইয়ে জিরোনার আক্রমণাত্মক ফুটবলের সামনে পড়ে তারা, তবে মনোবল দৃঢ় রেখে দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন্স লিগে পরের ধাপে উঠল ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

৬ ম্যাচের শতভাগ সাফল্যে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।সমান ছয় ম্যাচে মাত্র একটিতে জয়ী জিরোনা ৩ পয়েন্ট নিয়ে আছে ৩০ নম্বরে।

সর্বশেষ সংবাদ

আবদুল হামিদের দেশত্যাগ: তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব...

এই বিভাগের অন্যান্য সংবাদ