আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাশিয়া। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় একটি আইন পাসের পক্ষে ভোট দিয়েছেন আইনপ্রণেতারা। এ আইন কার্যকর হলে মস্কোর নিষিদ্ধ সন্ত্রাসী তালিকা থেকে তালেবানের নাম বাদ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।
২০২১ সালে পশ্চিমা-সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। তবে এখনও কোনো দেশ তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। এর মধ্যেই রাশিয়া তালেবানের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক তৈরি করেছে। গত জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানকে সন্ত্রাসবিরোধী যুদ্ধে মিত্র হিসেবে উল্লেখ করেন।
রাশিয়া তালেবানকে স্বীকৃতি দেওয়ার পথে এগোলেও পশ্চিমা কূটনীতিকরা বলছেন, নারীর অধিকার বিষয়ে কঠোর অবস্থানের কারণে তালেবান আন্তর্জাতিক স্বীকৃতি পেতে বাধার মুখে পড়বে। আফগানিস্তানে মেয়েশিশু ও নারীদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা এবং পুরুষ অভিভাবক ছাড়া চলাচলে বিধিনিষেধ এর বড় উদাহরণ।
এদিকে, আফগানিস্তানে রাশিয়ার নিজস্ব রক্তক্ষয়ী ইতিহাসও রয়েছে। ১৯৭৯ সালে তৎকালীন সোভিয়েত সেনাবাহিনী আফগানিস্তানে হামলা চালায় এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত মুজাহিদিন যোদ্ধাদের সঙ্গে প্রায় এক দশক লড়াই করে। ১৯৮৯ সালে সোভিয়েত সেনারা আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেয়, যেখানে প্রায় ১৫ হাজার সোভিয়েত সেনার প্রাণ হারায়।
রাশিয়ার জন্য আফগানিস্তান থেকে তৎপর আইএসসহ সশস্ত্র গোষ্ঠীগুলো এখনো বড় হুমকি। তালেবান জানিয়েছে, তারা আফগানিস্তান থেকে আইএস নির্মূলে কাজ করছে। তবে পশ্চিমা কূটনীতিকদের মতে, তালেবানের সামগ্রিক স্বীকৃতির পথে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে।