spot_img

‘ফের মা হতে চাই’, আমিরকে ফোন কারিনার..!

অবশ্যই পরুন

বলিউডের ‘থ্রি ইডিয়টস’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন আমির খান ও কারিনা কাপুর। দুজনের রসায়ন মন কেড়েছিল দর্শকের। এরপর দর্শক তাঁদের দেখেছেন ‘তলাশ’-এ। এর এক দশক পর ২০২২ সালে অদ্বৈত চন্দনের লাল সিং চাড্ডায় আবার ফেরে আমির-কারিনা জুটি। কিন্তু জানেন কি এই ছবি থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন কারিনা। কারণ এই ছবির শ্যুটিং শুরুর সঙ্গে সঙ্গেই নায়িকা জানতে পারেন, দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি।

দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াস অ্যাক্টরস রাউন্ডটেবিলে কারিনা জানান, শুটিংয়ের সময় তাঁর প্রতি যে সদয় আচরণ গোটা ইউনিট করেছিল, তারপর ছবি ফ্লপ হওয়ায় আমিরের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার তাগিদ অনুভব করেছিলেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘লাল সিং চাড্ডা ছবির শুটিংয়ের সময় কোভিড চলে আসে এবং তারপরে আমি গর্ভবতী (জেহর জন্মের আগে) হয়ে পড়ি। আমি বললাম, ‘ওহ মাই গড! আমরা এই সিনেমার মাঝখানে আছি এবং আমাকে আমিরকে ফোন করতে হবে এবং তাকে বলতে হবে যে এটি কোভিড। আমরা সিনেমায় ৫০-৬০ শতাংশ অভিনয় করেছি এবং আমি গর্ভবতী। আর সাইফ আমার দিকে তাকিয়ে বলল, ‘আমার মনে হয় এটা তোমার সবার আগে আমিরকে বলা উচিত। আমরা এমন পরিস্থিতিতে আটকে গেছি যে আমরা নিজেরাও জানি না এই লকডাউন কবে খুলবে, কী হবে। এটাও বলতে হবে না যে তোমার ভুল হয়েছে। এটা হতেই পারে। আমরা দেড় বছর ধরে বাড়িতে আছি। ভয় পেও না, ফোনটা করো। কারণ আমি জানতাম না ও এটাকে কীভাবে নেবে, কারণ তখন ছবির অর্ধেক শ্যুটিং বাকি আছে’।

কারিনার মা হতে চলার খবর শুনে ঠিক কী বলেছিলেন ছবির প্রযোজক তথা নায়ক আমির? কারিনা বলেন, ‘আমি ওকে ফোন করে বলেছিলাম, ‘আমি জানি না, তুমি যদি আমাকে রিপ্লেস নিতে চাও, যদি পার তাহলে করো। বলি, আমি একজন মা এবং আমি আমার দ্বিতীয় সন্তান নিতে চাই। তাহলে কি আমি সরি বলব, আমি নিজেও জানি না। আমি আক্ষরিক অর্থেই বিড়বিড় করছিলাম। আমির শুধু বললেন, ‘আমি তোমার জন্য খুব খুশি। আমরা এই ছবিটা করছি এবং আমরা একসঙ্গেই করছি। আমি তোমার জন্য অপেক্ষা করব, এবং যাই হোক না কেন, তুমি থাকছো।’

নবাব ঘরণী এরপর যোগ করেন, ‘ইন্ডাস্ট্রিতে এমন কিছু লোক আছেন যারা আপনাকে জীবন এগিয়ে যাওয়ার জন্য এবং আপনার সিদ্ধান্তে অটল থাকার জন্য আপনাকে মূল্য দেন। আমি খুব খুশি যে আমির এটা করেছিল এবং আমরা এই ছবিটা একসঙ্গে করতে পেরেছি।’

‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে কাজ না করার পর একটি অনুষ্ঠানে কারিনার সঙ্গে দেখা করে আমির বলেন, ‘আমাদের ছবিটা চলল না, আমার সঙ্গে কথা বলবে তো?’ উত্তরে কারিনা বলেন, ‘মানুষের সঙ্গে আমার সম্পর্ক সিনেমার বক্স অফিস পারফরম্যান্সের ওপর নির্ভর করে না।’

প্রসঙ্গত, ২০২১ সালের ৩রা ফেব্রুয়ারি জন্ম হয় করিনা-সইফের দ্বিতীয় পুত্র জাহাঙ্গীর আলি খান ওরফে জেহ-র। প্রেগন্যান্সিতেও লাল সিং চড্ডার শ্যুটিং করেছিলেন কারিনা। ছবিটি মুক্তি পায় পরের বছর।

সর্বশেষ সংবাদ

শুনানি চলাকালে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী

মিরপুর থানার দুটি পৃথক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ