spot_img

দুদকের নতুন চেয়ারম্যান ড. আবদুল মোমেন

অবশ্যই পরুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হয়েছেন ড. আবদুল মোমেন। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুদক চেয়ারম্যান হিসেবে তার নিযুক্তি অনুমোদন করেছেন।

কমিশনের অপর দুজন সদস্য হচ্ছেন– অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। যেকোনো সময় তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

গত ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দুই কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন। এরপর থেকে দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদ খালি ছিল।

ড. এম এ মোমেন সোমবার (৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পদ থেকে প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগ করেন। পদত্যাগপত্র গৃহিত হলে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগের জন্য ফাইল রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়। আজ সকালেই সেটি অনুমোদন করা হয়।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের যুদ্ধবিরতির ডাকের মাঝে ইউক্রেন সেনাবাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ পুতিনের! ক্ষুব্ধ ইউরোপ

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ব ইউরোপে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তির বার্তা দিয়েছেন, পাশাপাশি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি...

এই বিভাগের অন্যান্য সংবাদ