spot_img

পুলিশ কমিশন গঠন ও র‍্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির

অবশ্যই পরুন

র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। দলের গঠিত সংস্কার কমিটি পুলিশকে জনবান্ধব, গ্রহণযোগ্য আচরণ ও বাহিনীর সদস্যদের সুরক্ষায় পুলিশ কমিশন গঠন করার প্রস্তাব দিয়েছে দলটি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দীর্ঘ দুই মাস নানা অংশীজনদের সাথে বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পুলিশ সংস্কার কমিটির প্রধান হাফিজ উদ্দিন আহমদ এসব প্রস্তাবনা তুলে ধরেন।

সুপারিশের মধ্যে রয়েছে – চার ধাপের পরিবর্তে দুই স্তরে পরীক্ষায় পুলিশ নিয়োগ, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের নেতৃত্বে ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি পুলিশিং, পুলিশ সদস্যদের প্রশিক্ষণ, সপ্তাহে একদিন পূর্ণদিবসসহ পাঁচ দফা প্রস্তাবনা দেয়া হয়।

এছাড়া, দুর্নীতিগ্রস্হ ৪৮৮জন পুলিশ সদস্যকে সেনানিবাসে আশ্রয় দেয়া সেনাবাহিনীর সমালোচনা করেন তিনি। তিনি বলেন- অন্তবর্তীকালীন সরকার সুপারিশ আমলে না নিলেও বিএনপি ক্ষমতায় এলে তারা এসব প্রস্তাবনা বাস্তবায়ন করবে। বিএনপি পুলিশকে নিরপেক্ষ বাহিনী হিসাবে গড়ে তুলবে বলেও মন্তব্য করেন তিনি।

র‍্যাবের বিলুপ্তি নিয়ে তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠা করলেও র‍্যাব দানবে রূপ নিয়েছে। আন্তর্জাতিকভাবে বিতর্কিত তাই তাদের বিলুপ্তির সুপারিশ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

গণতন্ত্র ও দেশের শত্রুরাই ওসমান হাদিকে হত্যা করেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সুদুরপ্রসারী নীলনকশা বাস্তবায়নের জন্যই এই রক্তপাত।’ তিনি বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে...

এই বিভাগের অন্যান্য সংবাদ