spot_img

অর্থপাচার মামলায় তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত

অবশ্যই পরুন

অর্থপাচার মামলায় ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের আপিল গ্রহণ করে সাজা স্থগিত করেছেন আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এদিন আদালতে তারেক রহমানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

সিঙ্গাপুরে অর্থপাচারের অভিযোগে ২০১৩ সালের ১৭ নভেম্বর একটি মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেন। ওই মামলায় বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) হাইকোর্টে আপিল করেন। ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট ২০১৬ সালের ২১ জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে ২০ কোটি টাকা জরিমানা করেন।

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

৪৪তম বিসিএস লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পরীক্ষা...

এই বিভাগের অন্যান্য সংবাদ