spot_img

চিন্ময়কাণ্ডে আট আসামির ৫ দিনের রিমান্ড

অবশ্যই পরুন

চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আট আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন এই আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন: ইমন চক্রবর্তী, সুজন চন্দ্র দাস, সৌরভ দাস, মোহাম্মদ রফিক, সুমন দাস, রুপন দাস, আহমেদ হোসেন এবং সাকিবুল আলম। পুলিশ তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, আসামিদের কড়া নিরাপত্তায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির সময় ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন, এবং পুলিশের ওপর হামলা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর আক্রমণসহ আরও পাঁচটি মামলা হয়। এই ঘটনার পর ৪০ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে হত্যার সঙ্গে জড়িত অভিযোগে ১০ জন রয়েছে।

গণপিটুনির ঘটনায় তদন্তকারী কর্মকর্তারা জানায়, ৫২ সেকেন্ডের ভিডিও ফুটেজের ভিত্তিতে আইনজীবী সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো এবং পেটানোর তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া আসামি চন্দন দাস আদালতে স্বীকারোক্তি দিয়েছেন এবং সাইফুল হত্যার বর্ণনা দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ