spot_img

হাসিনার বক্তব্যে অসন্তুষ্ট বাংলাদেশ, ভারতকে বার্তা

অবশ্যই পরুন

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। এই বার্তা পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে আহ্বান করেছে বাংলাদেশ।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সেগুনবাগিচায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মো: জসীম উদ্দিন এ তথ্য জানান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে বসে কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের আপত্তির বিষয়ে এক প্রশ্নের উত্তরে জসীম উদ্দিন বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে যে বক্তব্য রাখছেন, এই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকাল শুনেছেন, তিনি (শেখ হাসিনা) একটি বক্তৃতা দিয়েছেন, এটা এই সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন, তার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।’

পররাষ্ট্র সচিব আরো বলেন, আমরা বলেছি, তিনি (শেখ হাসিনা) ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না।…এটা তাকে (শেখ হাসিনাকে) যেন জানানো হয়। তারা (বিক্রম মিশ্রি) বিষয়টিকে আমলে নিয়েছেন।’

তিনি বলেন, ‘সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত একমত হয়েছে। দুই দেশের পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামনে আলোচনা হয়েছে।’

তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘দু’দেশের মধ্যে বিদ্যমান সকল অনিষ্পন্ন বিষয়গুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য ভারতের সহযোগিতা কামনা করি এবং এই লক্ষে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেছি।’

গণঅভ্যুত্থান পরবর্তী সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যমে নেতিবাচক প্রচারণা হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, ‘বাংলাদেশের জুলাই-আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরি আচরণ নিয়ে ভারতের গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর বয়ান হচ্ছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে আমরা অনুরোধ জানিয়েছি।’

তিনি জানান, এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানে ভারতের সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছি।

পররাষ্ট্র সচিব বলেন, ‘প্রতি বছর পর্যটন ও চিকিৎসা উপলক্ষ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলদেশী ভারত সফর করে। তাদের ভিসা প্রাপ্তি সহজীকরণসহ অন্যান্য বিষয়ে আমরা অনুরোধ জানিয়েছি।’

সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব।

সর্বশেষ সংবাদ

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের আহ্বান বিএনপি নেতা নজরুলের

সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এজন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু...

এই বিভাগের অন্যান্য সংবাদ