spot_img

আসছে পুষ্পা ৩, মুক্তি কবে?

অবশ্যই পরুন

দক্ষিণী সুপার স্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ নিয়ে যখন উত্তেজনা চরমে ঠিক তখনই আরেকটি বড় ধরনের ঘোষণা এলো। এবার নাকি আসছে ‘পুষ্পা ৩’।

এতটাই জনপ্রিয় হয়েছে মুভিটি যে একের পর এক পুষ্পা নির্মাণ করেই যাচ্ছেন নির্মাতা সুকুমার। মনে হচ্ছে আল্লুকে অন্য কোন মুভিতে এঙ্গেজ করতেই চান না তিনি।

পুষ্পা-৩ মুভিও আসছে জেনে একদিকে যখন ভক্তরা আনন্দে ভাসছিল অন্যদিকে ঠিক তখনই খবর পেলো ছবিটি মুক্তি পেতে অপেক্ষায় থাকতে হবে দীর্ঘ ছয় বছর। সিক্যুয়েল হবে, কিন্তু একটা ছবির জন্য এতগুলো বছর অপেক্ষায় থাকতে হবে? কিছুতেই মেনে নিতে পারছেন না নায়কের ভক্তরা। তাঁদের প্রশ্ন, কোনও ছবির প্রত্যেক ফ্র্যাঞ্চাইজ়ি যদি ব্লকবাস্টার হয়, তা হলে সেই ধারা ধরে রাখতে দ্রুত পরের পর্ব দর্শককে উপহার দেওয়া উচিত। তাঁরা অবাক, সুকুমার বা আল্লু অর্জুন সেই পথে হাঁটছেন না!

পরবর্তী পর্ব নিয়ে আলোচনার মধ্যেই এত সময় নেওয়ার কারণ জানিয়েছেন নির্মাতা সুকুমার।
প্রথম যুক্তি, ছবির চিত্রনাট্যে সবে হাত দিয়েছেন। ফলে সেটি তৈরি করতে অনেকটা সময় লাগবে।
দ্বিতীয়ত একই ভাবে আল্লু অর্জুনের হাতে একাধিক ছবির কাজ রয়েছে।
ফলে, পুষ্পা ৩ মুক্তি পাবে ২০২৮ কিংবা ২০২৯ সালে।

তবে এই খবরের পাশাপাশি আরও একটা কথা ঘুরছে দক্ষিণী বিনোদন দুনিয়ায়। বদলে যেতে পারে ছবির খলনায়ক।

দ্বিতীয় পর্বে দুই জবরদস্ত খলনায়ক ফহাদ ফাসিল এবং তারক পোন্নাপ্পা দুরন্ত অভিনয় করেছেন।

আগামী ছবিতে সেই জায়গাতেই নাকি অভিনয় করতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা।

সর্বশেষ সংবাদ

৯/১১-এর কায়দায় হামলার শিকার রাশিয়া ইউক্রেনে ধ্বংসযজ্ঞ বাড়াবে: পুতিন

৯/১১ এর কায়দায় রাশিয়ার কাজার শহরে ড্রোন হামলা করেছে ইউক্রেন। এর জবাব দেবে রাশিয়া। ইউক্রেনে আরও বেশি ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর...

এই বিভাগের অন্যান্য সংবাদ