সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি জানিয়েছেন, বৈঠকটি আজ সোমবার অনুষ্ঠিত হতে পারে।
দিমিত্রি পলিয়ানস্কি টেলিগ্রামে বলেন, সিরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের গভীরতা এবং মধ্যপ্রাচ্যে এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করা জরুরি। বিশেষত, গোলান মালভূমিতে জাতিসংঘের নিরস্ত্রীকরণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর কার্যক্রম নিয়ে আলোচনা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেছেন।
উল্লেখ্য, বিদ্রোহী যোদ্ধাদের টানা ১২ দিনের অভিযানের ফলে গতকাল রোববার সিরিয়ায় বাশার আল-আসাদের সরকারের পতন ঘটে। এর মাধ্যমে দেশটিতে তাঁর দুই দশকের শাসনের অবসান হয়। বাশার আল-আসাদের আগে তাঁর বাবা হাফিজ আল-আসাদ ৩৩ বছর শাসন করেছিলেন। ফলে পিতাপুত্র মিলে একটানা ৫৩ বছর ধরে সিরিয়া শাসন করেছেন।
সরকার পতনের পর বাশার আল-আসাদ ব্যক্তিগত উড়োজাহাজে করে রাশিয়ায় পালিয়ে যান এবং সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। পরিবারের সদস্যসহ বর্তমানে তিনি মস্কোয় অবস্থান করছেন।