spot_img

বছরে ১২শ কোটি টাকায় নাইকির সঙ্গে ব্রাজিলের ১২ বছরের চুক্তি

অবশ্যই পরুন

বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে নতুন করে ১২ বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে ব্রাজিল। ব্রাজিলের সঙ্গে নাইকির চুক্তি বলবৎ থাকবে ২০৩৮ সাল পর্যন্ত। নবায়নের আগে সর্বশেষ চুক্তিটি ছিল ২০২৬ সাল পর্যন্ত।

নতুন চুক্তির মূল্য ১০ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১২০০ কোটি টাকা। পাশাপাশি ব্রাজিলের জার্সি বিক্রি থেকে রয়্যালটির টাকাও পাবে ফুটবলের সফলতম দলটি। ব্রাজিল ও নাইকি প্রথম চুক্তি করে ১৯৯৬ সালে। আর নবায়নের আগে সর্বশেষ চুক্তিটি ছিল ২০২৬ সাল পর্যন্ত।

নাইকির জার্সি শুধু ব্রাজিলের নারী ও পুরুষ দলই পরে এমন নয়, বিচ ফুটবল এবং ফুটসালেও ব্রাজিল দল নাইকির জার্সি পরে থাকে। এর আগে, গত মার্চে জার্মানি ফুটবলের দলের সঙ্গে চুক্তি করে নাইকি। নতুন চুক্তিতে ২০২৭ সাল থেকে জার্মানি জাতীয় দল এবং বয়সভিত্তিক দলগুলোর সব পর্যায়ে খেলাধুলার সরঞ্জাম সরবরাহ করবে নাইকি। এই চুক্তির মেয়াদ ২০৩৪ সাল পর্যন্ত।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ