spot_img

‘হিন্দুত্ব একটি অসুখ’, মেহবুবা কন্যা ইলতিজা

অবশ্যই পরুন

‘হিন্দুত্ব হলো সহিংসতার দর্শন, এটি আসলে একটি অসুখ’, এমনই মন্তব্য করেছেন জম্মু ও কাশ্মিরে রাজনৈতিক দল পিডিপি নেত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি।

সম্প্রতি মধ্যপ্রদেশের এক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে আল্লাহ বলার অপরাধে তিন কিশোর নৃশংসভাবে মারধর করা হয়। এবং বাধ্য করা জয় শ্রীরাম বলতে। ওই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করার পাশাপাশি এই উগ্র হিন্দুত্বের বিরুদ্ধে সরব হন মেহবুবা কন্যা ইলতিজা। তিনি বলেন, ‘হিন্দুত্ব ও হিন্দু ধর্মের মধ্যে ফারাক অনেক। হিন্দুত্বের নামে ঘৃণার দর্শন ১৯৪০-এর দশকে দেশে ছড়িয়েছিলেন বীর সাভারকর। যার উদ্দেশ্য ছিল হিন্দুদের আধিপত্য বিস্তার। যার দর্শন ছিল ভারত হিন্দুর ও হিন্দুদের জন্য।’

এর পরই ইসলাম ধর্মের তুলনা টেনে মেহবুবা কন্যা বলেন, ‘ইসলামের মতো হিন্দু ধর্মও এমন একটা ধর্ম যা ধর্মনিরপেক্ষতা, প্রেম ও করুণাকে প্রাধান্য দেয়। ফলে জেনেশুনে এর পবিত্রতা বিকৃত করা উচিত নয়। জয় শ্রীরাম শ্লোগান রাম রাজ্যের জন্য নয়, বরং এটি ব্যবহৃত হচ্ছে সহিংসতা ছড়াতে। এটা অত্যন্ত লজ্জার যে হিন্দু ধর্মকে বিকৃত করা হচ্ছে। আমি জেনেশুনেই হিন্দুত্বের সমালোচনা করলাম কারণ এটা একটা অসুখ।’ একইসঙ্গে তিনি বলেন, ‘একজন মুসলিম হিসেবে আমি বুঝি উগ্রবাদীরা কিভাবে আল্লাহু আকবর বলে নাশকতা চালায়, সহিংসতা ছড়ায়। এর জেরে ইসলামের ভাবমূর্তি নষ্ট হয়েছে। হিন্দুরাও সেই পথে হাঁটছে।’

ইলতিজার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর তার সমালোচনায় সরব হয়েছে জম্মু ও কাশ্মীর বিজেপি। জম্মুর বিজেপি নেতা রবিন্দর রেনা বলেন, ‘ওই পিডিপি নেত্রী হিন্দুত্ব নিয়ে অত্যন্ত অপমানজনক ভাষা ব্যবহার করেছেন, এটা ঠিক নয়। রাজনীতিতে মতভেদ হতে পারে তাই বলে অপমানজনক ভাষা ব্যবহার করা কখনই উচিত নয়। উনি যে মন্তব্য করেছেন তার জন্য ওনার ক্ষমা চাওয়া উচিত।’

সূত্র : সংবাদ প্রতিদিন

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ