দীর্ঘ দেড় বছরের বিরতির পর অবশেষে নতুন সিনেমার ঘোষণা দিলেন অভিনেতা আফরান নিশো। আজ (৮ ডিসেম্বর) আফরান নিশোর জন্মদিনে ভক্তদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশ করে জানিয়ে দিয়েছেন, রোজার ঈদে আসছে তার নতুন সিনেমা ‘দাগি’।
ভিডিওতে, আফরান নিশো একটি হেলিকপ্টার থেকে ঝড়ো হয়ে নামার দৃশ্যে ভক্তদের সামনে আসেন। সেখানে তিনি বলেন, এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কী আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে! তার এমন স্টাইলিশ উপস্থিতি নিশ্চিত করেছে যে, ভক্তরা এখন ‘দাগি’ সিনেমা নিয়ে ব্যাপকভাবে উত্তেজিত।
এটি এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি প্রযোজিত সিনেমা, এবং পরিচালনা করছেন শিহাব শাহীন। সিনেমায় আফরান নিশোর পাশাপাশি অভিনয় করছেন তমা মির্জা এবং সুনেরাহ বিনতে কামাল। শিহাব শাহীন জানিয়েছেন, ‘দাগি’ একটি গল্প নির্ভর সিনেমা, যেখানে মুক্তি ও প্রায়শ্চিত্যের গল্প তুলে ধরা হবে। দর্শকরা নতুন ধরনের গল্প দেখতে পাবেন, যা এই অঞ্চলের দর্শকদের জন্য একেবারে নতুন অভিজ্ঞতা হবে।
এদিকে, একইসাথে দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন তমা মির্জা। তিনি জানান, দর্শকের প্রত্যাশা পূরণ করা চ্যালেঞ্জ হলেও, আমি দেরি করে ফিরেও একটি ভালো প্রোডাকশনে অংশগ্রহণ করতে পেরে খুশি। সিনেমার গল্প ও পরিচালক আমার কাছে গুরুত্বপূর্ণ।
এ সম্পর্কিত এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন, আমরা জানি দর্শকের প্রত্যাশা অনেক বেশি, এবং সেই প্রত্যাশা পূরণ করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আফরান নিশোকে নতুন রূপে ফিরিয়ে আনছে শিহাব শাহীন, এবং নতুন কিছুই হবে।