spot_img

বিচ্ছেদের গুঞ্জনে ইতি টানলেন অভিষেক-ঐশ্বরিয়া!

অবশ্যই পরুন

বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়ে ভাঙার গুঞ্জন যখন তীব্র তখনই এক বিয়েবাড়িতে একসঙ্গে দেখা মিলল তারকা দম্পতির। সম্প্রতি তারকা খচিত বিয়ের আসরে উপস্থিত ছিলেন অভিষেক ও ঐশ্বর্য, সেই ছবি ভাইরাল হয়েছে। নিঃসন্দেহে তাঁদের একসঙ্গে দেখে আনন্দিত অনুরাগীরা।

এদিন কালো সাবেকি সুট পরেছিলেন ঐশ্বর্য। পুরো পোশাক জুড়ে গোটাপট্টি কাজ করা। বলাই বাহুল্য় অভিনেত্রীর দিক থেকে নজর ঘোরানো দায়। শীতের বিয়েতে দারুণ সাজ। যদিও এখন ট্রেন্ডে যে প্যাস্টেল শেড বেশি চলছে তাতে কালো পড়ে না। তবে অভিনেত্রী ছক ভেঙে একেবারে উজ্জ্বল। সঙ্গে মানানসই ওড়নাও নিয়েছিলেন। তাতে ঝলমলে সুতোর নিখুঁত কাজ। গহনা হিসেবে ছিল কুন্দনের ব্রেসলেট, মানানসই আংটি। মেকআপ প্রতিবারের মতোই এবারেও ছিল বেশ চড়া। নজর কাড়া আই মেকআপ, গাঢ় লাল লিপস্টিক, যা কালো পোশাককে আরও উজ্জ্বল করে তোলে।

প্রসঙ্গত, বলিউডে যখন বিয়ে ভাঙার জোর গুঞ্জন তখন এই পোস্ট রীতিমতো ভাইরাল। প্রায়ই একসঙ্গে অভিষেক ও ঐশ্বর্যকে দেখা যাচ্ছে না একসঙ্গে, তাঁদের একে অন্যের বাড়ির অনুষ্ঠানেও দেখা যাচ্ছিল না, নানা বিষয় বার বার অনুরাগীদের নজরে পড়েছে। তবে এরই মধ্যে ভাইরাল হলো এক বিয়ের অনুষ্ঠানের ছবি। বিচ্ছেদের গুঞ্জনে ইতি টানলেন তারকা দম্পতি।

সর্বশেষ সংবাদ

২০৩৫ ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাজ্য

২০৩১ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টটি হতে এখনও ৬ বছর বাকি। এর মাঝেই ২০৩৫ সালে আয়োজক নির্ধারণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ