spot_img

নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার মন্তব্য একান্ত ব্যক্তিগত: উপ-প্রেস সচিব

অবশ্যই পরুন

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদের ‘আগামী বছর বাংলাদেশে রাজনৈতিক সরকার আসতে পারে’ বলে মন্তব্য তার একান্ত ব্যক্তিগত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অপূর্ব জাহাঙ্গীর বলেন, উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ নির্বাচন নিয়ে তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বলেছেন আগামী বছর নির্বাচন হতে পারে।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন থেকে নির্বাচনের বিষয় নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ঘোষণা কবে আসবে সাংবাদিকদের এমন প্রশ্নে অপূর্ব জাহাঙ্গীর বলেন, যখন ঘোষণা আসবে, তখন সবার আগে মিডিয়াগুলোকে জানানো হবে।

উল্লেখ্য, ৭ ডিসেম্বর সকালে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক উন্নয়ন সম্মেলনে অংশ নিয়ে উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, আগামী বছর দেশে রাজনৈতিক সরকার আসতে পারে।

সর্বশেষ সংবাদ

প্রথম ধাপে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ