spot_img

ড. ইউনূসের সঙ্গে আইএমএফ উপদেষ্টার বৈঠক

অবশ্যই পরুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন আইএমএফ ও বিশ্বব্যাংকের উপদেষ্টা এবং ইউএনডিপির সাবেক প্রধান লর্ড মার্ক ম্যালোচ-ব্রাউন। রোববার (৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ হয়।

বাংলাদেশের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান আইএমএফ উপদেষ্টা।

ঘণ্টাব্যাপী আলোচনায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, উন্নয়ন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনকে লক্ষ্য করে ভুল তথ্য প্রচার, স্বাস্থ্যসেবা, সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্রঋণসহ নানা বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বাংলাদেশকে সমর্থন করার জন্য লর্ড ম্যালোচ-ব্রাউনকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংস্কার ছিল জুলাই-আগস্টের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মূল শব্দ। তার সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আগে বড় ধরনের সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ সংবাদ

নিউইয়র্কের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সোমবার নিউইয়র্কে ঘটে যাওয়া উদ্বেগজনক ঘটনার প্রতি গভীর দুঃখ প্রকাশ করছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ