spot_img

একদিনে তিন হারের সাক্ষী হলো ভারতীয় ক্রিকেট দল

অবশ্যই পরুন

এবারের সুপার সানডেটা ভুলে যেতেই চাইবে ভারতীয় ক্রিকেট সমর্থকরা। এক দিনেই তিনবার হারের সাক্ষী হলো ভারতীয় ক্রিকেট। টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ভরাডুবির পর অজি মেয়েদের বিপক্ষে ওয়ানডেতে হেরেছে ভারতীয় নারী ক্রিকেট দলও। সবশেষ কিছুক্ষণ আগে দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে উড়ে গেছে ভারতের যুবারা।

ভারতের দুঃস্বপ্নময় রোববারের শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। গোলাপি বলের টেস্টে ভারত যে হারবে তা আগের দিনই অনেকটা পরিস্কার হয়ে গিয়েছিল। সেই আশঙ্কাই সত্যি হয় শেষ পর্যন্ত। স্বাগতিক দলের বিপক্ষে ১০ উইকেটে হেরে গেছে রোহিত শর্মারা। তাও মামুলি লক্ষ্য মাত্র ২০ বলেই টপকে গেছে অস্ট্রেলিয়া।

অ্যাডিলেডে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে স্টার্কের বোলিং তোপে ভারত গুটিয়ে গিয়েছিল মাত্র ১৮০ রানে। পরবর্তীতে নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তোলে ৩৩৭ রান। ভারতের সংগ্রহ পেরিয়ে প্রথম ইনিংসে অজিরা লিড পায় ১৫৭ রান।

অজিদের প্রথম ইনিংসে লিড পেরোনোর আগেই ৮ উইকেট হারায় ভারত। তবে নিতিশ রেড্ডির ৪২ রানে ভর করে ভারত তাদেরকে টার্গেট দেয় মাত্র ১৯ রানের।

সুপার সানডেতে দ্বিতীয় দফায় ভারতীয় সমর্থকরা দুঃসংবাদটা পান সেই তাসমান পাড়ের অস্ট্রেলিয়া থেকেই। মেয়েদের দ্বিপাক্ষিক একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১২২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৭১ রানের পাহাড় গড়েছিল স্বাগতিক মেয়েরা। ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২৪৯ রানে।

এরপর বাংলাদেশের কাছে হেরে একইদিনে হারের ‘হ্যাটট্রিক’ পূর্ণ করলো ভারত। গতবারের এশিয়া কাপে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল জিতেছিল। সেই তাদের বিপক্ষে ফাইনালে খেলতে নামে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। যেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৯৮ রান তোলে বাংলাদেশ। এই রান তাড়ায় ১৩৯ রানে অলআউট হয়েছে ভারতের যুবারা। বাংলাদেশ ৫৯ রানে জিতে ট্রফি উল্লাস করেছে।

সর্বশেষ সংবাদ

ইসরায়েলের গাজা দখল পরিকল্পনা: ওআইসির জরুরি সভা ডাকছে তুরস্ক

গাজা সম্পূর্ণরূপে দখলের ইসরায়েলের পরিকল্পনা মোকাবেলায় ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর একটি জরুরি সভা আহ্বান করবে তুরস্ক। শনিবার (৯ আগস্ট)...

এই বিভাগের অন্যান্য সংবাদ