ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুদ্ধ শেষ করতে রাশিয়ার সঙ্গে ‘চুক্তি’ করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যারিসে শনিবার (৭ ডিসেম্বর) ত্রিপক্ষীয় এক বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এলিসি প্রাসাদে জেলেনস্কি ও ট্রাম্পের আলোচনার আয়োজন করেন। সেখানে যুদ্ধ নিয়ে কিয়েভে ক্রমবর্ধমান উদ্বেগ ও ট্রাম্প প্রশাসনের আগাম অবস্থান নিয়ে আলোচনা হয়।
ট্রাম্প একাধিকবার ইউক্রেনে সামরিক সহায়তার জন্য পাঠানোর সমালোচনার পাশাপাশি দাবি করেছেন, তিনি ২৪ ঘণ্টার মধ্যে সংঘাত শেষ করতে পারেন।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ প্ল্যাটফরম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘জেলেনস্কি ও ইউক্রেন চুক্তি করতে এবং এই পাগলামি বন্ধ করতে চায়। অবিলম্বে একটি যুদ্ধবিরতি হওয়া উচিত এবং আলোচনা শুরু করা উচিত। অযথা অনেক প্রাণহানি ঘটছে, অনেক পরিবার ধ্বংস হচ্ছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে জেলেনস্কি বলেছেন, ‘আমরা সবাই শান্তি চাই। তবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো, এই শান্তি সবার জন্য যেন ন্যায্য হয় এবং রাশিয়া, পুতিন বা অন্য কোনো আগ্রাসীর যেন ভবিষ্যতে ফিরে আসার সুযোগ না থাকে।’
তিনি আরো বলেন, ‘ন্যায্য শান্তি ও শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তবে জেলেনস্কি ট্রাম্পের ‘অবিচল দৃঢ় সংকল্পের’ প্রশংসা করে এই বৈঠককে ‘ভালো ও ফলপ্রসূ’ বলে অভিহিত করেছেন।
এদিকে তিন নেতার বৈঠকের কয়েক ঘণ্টা পর বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনের জন্য ৯৮৮ মিলিয়ন ডলারের নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।