১৯৮৪ সালে ভারতে শিখবিরোধী দাঙ্গাকে গণহত্যা আখ্যা দেয়ার প্রস্তাব করা হয়েছে কানাডার সংসদে। ওই দেশের নিউ ডেমোক্র্যাটিক পার্টি এই প্রস্তাব পেশ করেছিল। তবে ওই প্রস্তাবকে গ্রহণ করা হয়নি।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১৯৮৪ সালের দাঙ্গাকে গণহত্যা আখ্যা দেয়ার প্রস্তাব গ্রহণ করা হল না কানাডার সংসদে। এর নেপথ্যে বড় ভূমিকা পালন করেছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান সংসদ সদস্য চন্দ্র আর্য্য। তিনি অভিযোগ করেন, এই প্রস্তাব খলিস্তানি লবির কারসাজি।
খবরে জানা গেছে, কানাডার সংসদের হাউজ অফ কমনসের পররাষ্ট্রবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সামনে ১৯৮৪ সালের এই প্রস্তাবটি এনেছিলেন নিউ ডেমোক্র্যাটিক পার্টির সংসদ সদস্য সুখ ঢালিওয়াল। চন্দ্র আর্য্য সাথে সাথে ওই প্রস্তাবটির বিরোধিতা করেন। তিনি দাবি করেন, ওই সময় সংসদে উপস্থিতদের মধ্যে একমাত্র তিনিই এই প্রস্তাবের বিরোধিতা করেন। এর জেরে এই প্রস্তাবটি আটকে যায়।
এই নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ চন্দ্র লেখেন, ‘ভারতে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গাকে গণহত্যা আখ্যা দেয়ার চেষ্টা করলেন সারে-নিউটাউনের সংসদ সদস্য। তিনি এই প্রস্তাব নিয়ে হাউজ অফ কমনসের সর্বসম্মতি চেয়েছিলেন। তবে সংসদে একমাত্র আমি দাঁড়িয়ে উঠে এই প্রস্তাবকে না বলি। আর আমার সেই একটা না এই প্রস্তাবকে খারিজ করতে সমর্থ হয়।
এদিকে এই ঘটনা নিয়ে নিউ ডেমোক্র্যাটিক পার্টির প্রধান জগমিৎ সিং অভিযোগ করেন, কনজারভেটিভ এবং লিবারেলরা মিলে এই প্রস্তাবকে ঠেকিয়েছে সংসদে। তার অভিযোগ, কনজারভেটিভ এবং লিবারেল, উভয় দলই কানাডায় বসবাসরত শিখ সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় ব্যর্থ।
তিনি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে লেখেন, এই বিষয়টি নিয়ে তারা বিগত বেশ কয়েক মাস ধরেই অবগত ছিলেন। তারা সময় দিয়ে আমাদের সম্প্রদায়ের উদ্বেগের কথাগুলি শুনতে পারতেন। তবে তারা সেটা না করে বিচারকে পিঠ দেখিয়েছেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস