spot_img

হাসিনাকে বসিয়ে ভারত ছেলেখেলা করবে, জনগণ তা হতে দেবে না: খন্দকার মোশাররফ

অবশ্যই পরুন

তত্ত্বাবধায়ক সরকারকে দুর্বল মনে করা হচ্ছে, তাই শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্রের সুযোগ পাচ্ছে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, আবারও হাসিনাকে বাংলাদেশে বসিয়ে ভারত ছেলেখেলা করবে, জনগণ তা হতে দেবে না।

আজ শনিবার (৭ ডিসেম্বর) তিনি সাংবাদিকদের একথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এই সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়, তারা সংস্কার ও বৈষম্য দূর করতে এসেছে।

সরকারের উদ্দেশ্য করে তিনি বলেন, সরকারের মেয়াদ নির্ধারিত হওয়া জরুরি। সংস্কারের নামে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ নয়।

খন্দকার মোশাররফ বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে মানুষ নির্বাচনমুখী হয়ে যাবে, তখন কেউ ষড়যন্ত্রের সুযোগ পাবে না।

আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের নিয়ে যেন ষড়যন্ত্র করতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হলে ষড়যন্ত্র শেষ হয়ে যাবে’, যোগ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ