spot_img

আয় ও অর্থনৈতিক বৈষম্য নিয়ে দুশ্চিন্তার কথা জানালেন পরিকল্পনা উপদেষ্টা

অবশ্যই পরুন

অর্থনৈতিক ও আয়বৈষম্য বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আজ শনিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ড. মাহমুদ বলেন, বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা অপরিহার্য, কিন্তু এ ক্ষেত্রে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে।

একই অনুষ্ঠানে বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের ফাঁদ থেকে বের হতে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে অধিক মনোযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, উদ্যোক্তা তৈরির প্রসার এবং প্রযুক্তির কার্যকর ব্যবহারে জোর দিতে হবে।

বিশ্বব্যাংকের সুপারিশ অনুযায়ী, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো, বিদেশি বিনিয়োগ আকর্ষণে কৌশলগত পদক্ষেপ গ্রহণ, এবং আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে মনোযোগ দেওয়া জরুরি।

ইন্দরমিত এস গিল আরও বলেন, বাংলাদেশকে সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়ানোর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা দরকার।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

নেপালের বিপক্ষে বড় জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে লড়াই করেও হেরে যায় অজি কন্যাদের কাছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ