spot_img

চীনের রাষ্ট্রদূত হিসেবে সাবেক সিনেটরকে বেছে নিলেন ট্রাম্প

অবশ্যই পরুন

নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সাবেক সিনেটর ডেভিড পার্ডিউকে নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন।

ট্রাম্প তার পোস্টে বলেন, “সাবেক মার্কিন সিনেটর ডেভিড পার্ডিউকে চীনে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে পেরে আমি গর্বিত। একমাত্র রিপাবলিকান হিসেবে তিনি বৈদেশিক সম্পর্ক কমিটিতে কাজ করেছেন এবং এই অঞ্চলে শান্তি বজায় রাখতে আমার কৌশল বাস্তবায়নে সহায়ক হবেন।”

রিপাবলিকান পার্ডিউ ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত সিনেটে দায়িত্ব পালন করেছেন। তার আগে, ৪০ বছরের ব্যবসায়িক ক্যারিয়ারে তিনি হংকংয়ে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। চীনের সঙ্গে কাজের সম্পর্ক উন্নয়নে এই অভিজ্ঞতা কাজে লাগবে বলে আশা করা হচ্ছে।

ট্রাম্প আরও উল্লেখ করেছেন যে, মাদকদ্রব্য ফেন্টানাইলের পাচার বন্ধে চীনের কার্যকর উদ্যোগ না থাকলে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। নির্বাচনী প্রচারণায়ও তিনি চীনা পণ্যের ওপর ৬০ শতাংশের বেশি শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ডেভিড পার্ডিউর নিয়োগ ট্রাম্পের চীন নীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ