‘অ্যানিমেল’ সিনেমার সাফল্যকে সঙ্গী করে বলিউডে নিজের অবস্থান শক্ত করছেন তৃপ্তি দিমরি। এবার সেই তৃপ্তিই শাহরুখ খান, আলিয়া ভাট, দীপিকা পাডুকোন, ঐশ্বরিয়ার থেকেও কেড়ে নিলেন সেরার মুকুট!
আইএমডিবির তালিকায় ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকার আসন নিজের করে নিয়েছেন তৃপ্তি। তৃপ্তি পেছনে ফেলেছেন দক্ষিণী তারকা সামান্থাকেও। সম্প্রতি, প্রকাশিত হয় আইএমডিবির সেরা ১০ জন জনপ্রিয় তারকার তালিকা, যার শীর্ষে আছেন তৃপ্তি। বলা চলে, এর মাধ্যমে তার ক্যারিয়ারের মুকুটে যুক্ত হল আরও এক নতুন পালক।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) শীর্ষ ১০-এ জায়গা করে নেওয়া চলচ্চিত্র তারকাদের একটি তালিকা প্রকাশ করেছেন আইএমডিবি। সেখানে সবার শীর্ষে রয়েছেন তৃপ্তি দিমরি এবং তার পরে দ্বিতীয় অবস্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এর পরে রয়েছেন ঈশান খট্টর, শাহরুখ খান এবং শোভিতা ধুলিপালা। শর্বরী ওয়াঘ ষষ্ঠ অবস্থানে, ঐশ্বরিয়া রাই সপ্তম স্থানে এবং সামান্থা রুথ প্রভু রয়েছেন অষ্টম স্থানে। আলিয়া ভাট এবং প্রভাস যথাক্রমে ৯ম এবং ১০ম স্থানে অবস্থান করছেন।
উল্লেখ্য, শিগগিরই তৃপ্তিকে দেখা যাবে শাজিয়া ইকবালের পরিচালনায় ‘ধড়ক-২’ ছবিতে। এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী।