spot_img

ভারত ভিসা না দিলে তাদেরই ক্ষতি বেশি : নৌপরিবহন উপদেষ্টা

অবশ্যই পরুন

ভারত ভিসা না দিলে তাদেরই ক্ষতি বেশি মন্তব্য করে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ভারত সরকার ভিসা না দেয়ায় যাত্রী যাতায়াত কিছুটা কম হচ্ছে। ভিসা না দেয়ায় আমাদের চাইতে ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশের যে রোগীরা সে দেশে চিকিৎসা নিয়ে থাকেন তাদের সাময়িক একটু অসুবিধা হবে।’

শুক্রবার (৬ ডিসেম্বর)  তিনি যশোরের বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল স্টেশনে নবনির্মিত উন্নয়নমূলক কাজ ও নির্মানাধীন প্রকল্পের পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় বেনাপোল চেকপোস্ট যাত্রী স্ট্যান্ড এবং ইমিগ্রেশন সেন্টার পরিদর্শন করেন। তিনি দু’দেশের যাত্রী যাতায়াতের খোঁজ-খবর নেন। এ সময় বেনাপোল চেকপোস্ট পরিবহন ব্যবসায়ীরা উপদেষ্টার কাছে পুরাতন বাসস্ট্যান্ড চালুর কথা জানালে তিনি ১৯টি পরিবহনের কার্যক্রম চালানোর আশ্বাস দেন। পরে স্থলবন্দরের সার্বিক বিষয় নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে যান। এ সময় আব্দুল্লাহর মা-বাবা এবং পরিবারের খোঁজ-খবর নেন। পরে তার রূহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন। আগামীকাল ভোমরা স্থলবন্দর পরিদর্শনের জন্য তিনি সাতক্ষীরা যাবেন বলে জানা গেছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, বিজিবি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম, বিজিবি-৪৯ অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজীব হাসান, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসিন, বেনাপোল বন্দর পরিচালক মামুন কবীর, ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) মো: ইব্রাহিম হোসেনসহ প্রমুখ।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ