spot_img

যেকোনো মূল্যে রাশিয়া নিজকে রক্ষায় প্রস্তুত রয়েছে : ল্যাভরভ

অবশ্যই পরুন

ইউক্রেন যুদ্ধে রাশিয়া যেকোনো উপায় ব্যবহার করতে প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বৃহস্পতিবার ফক্স নিউজের সাবেক সাংবাদিক টাকার কার্লসনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ ইঙ্গিত দেন।

সাক্ষাতকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের পাশ্চাত্য মিত্রদেরকে সম্প্রতি ইউক্রেনে আঘাত হানা ‘ওরেসনিক’ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের বিষয়টি ‘গুরুত্ব সহকারে’ ভাবতে বলেছেন।

প্রেসিডেন্ট পুতিনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ওই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে ধাবিত হয়।

তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বুঝতে হবে যে ইউক্রেন যুদ্ধে তাদেরকে জিততে না দিতে রাশিয়া সব উপায় অবলম্বন করবে।

তিন বছরের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়া দু’সপ্তাহ আগে দিনিপ্রতে ওরেসনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে। ইউক্রেনের জন্য আমেরিকার এটিএসিএমএস অস্ত্র পদ্ধতি কার্যকর হওয়ার পর মস্কো এমন পদক্ষেপ গ্রহণ করে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার হাইপারসোনিক ব্যবহারকে পাগলামি হিসেবে উল্লেখ করেছেন।

ওই সাক্ষাতকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এমন অভিযোগ করেন যে আমেরিকা রাশিয়া ও তার মিত্রদের ভয় দেখাতে চাচ্ছে। ইউক্রেনে সংঘাত বৃদ্ধিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করেন।

তিনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেছেন, ট্রাম্প দ্রুত ইউক্রেন যুদ্ধের ইতি টানতে বদ্ধ পরিকর। যদিও কোন প্রক্রিয়ায় তা শেষ হবে সে বিষয়ে ল্যাভরভ কিছু জানেন না বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন।

ডোনাল্ড ট্রাম্প বিষয়ে তিনি আরো বলেন, ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন এমন মানুষ যিনি ফলাফল দেখতে চান।

সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ