spot_img

ক্লাব বিশ্বকাপে মুখোমুখি নেইমার-ভিনিসিউস

অবশ্যই পরুন

মুখোমুখি লড়াইয়ে নেইমার জুনিয়র ও ভিনিসিউস জুনিয়র। ক্লাব বিশ্বকাপের ড্র-তে একই গ্রুপে পড়েছে একই দেশের দুই মহাতারকার দল আল হিলাল ও রিয়াল মাদ্রিদ। তবে সহজ প্রতিদ্বন্দ্বী পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি।

যুক্তরাষ্ট্রের মায়ামিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর ড্র। ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে এই টুর্নামেন্ট। যেখানে কোনো দলকে দিতে হবে কঠিন পরীক্ষা, কেউ পেয়েছে সহজ প্রতিপক্ষ।

গ্রুপ এইটে ঠাঁই পেয়েছে রিয়াল মাদ্রিদ। যেখানে তাদের প্রতিপক্ষ সৌদি লিগের দল আল হিলাল। তবে এর চেয়েও কঠিন প্রতিপক্ষ পেয়েছে ম্যানচেস্টার সিটি ও পিএসজি।

সিটির প্রতিপক্ষ সিরি-আ জায়ান্ট জুভেন্টাস। যদিও বাকি দুই প্রতিপক্ষ সহজ; ওয়াইদাদ, আল আইন। অন্যদিকে পিএসজি খেলবে আথলেটিকো মাদ্রিদের বিপক্ষে। অন্য দুটি দল বোতাফোগো, সিয়াটল।

আর আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে ক্লাব বিশ্বকাপে খেলবে ইন্টার মায়ামি। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলবেন মেসিরা। তাদের তিন প্রতিপক্ষ পালমেইরাস, পোর্তো ও আল আহলি।

আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের লড়াই।

ক্লাব বিশ্বকাপের ড্রয়ের পর ৮ গ্রুপ
গ্রপ এ: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি।
গ্রুপ বি: পিএসজি, অ্যাতলেটিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল।
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা।
গ্রু ডি: ফ্ল্যামেঙ্গো, ইএস তুনিস, চেলসি, লিওঁ।
গ্রুপ ই: রিভার প্লেট, ইউরাওয়া, মন্তেরে, ইন্টার মিলান।
গ্রুপ এফ: ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সান্ডওনস।
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন, জুভেন্টাস।
গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া, সালজবার্গ।

ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে বিভিন্ন খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত ছিলেন সাবেক ফুটবল তারকারাও। আয়োজন শুরুর আগে শুভকামনা জানিয়ে বার্তা দেন যুক্তরাষ্ট্রে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ