spot_img

বর্তমান সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে: জ্বালানি উপদেষ্টা

অবশ্যই পরুন

বর্তমান সরকার যদি ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচআর কনভেনশনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বড় প্রকল্প নেয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত। যেটা পদ্মা সেতু ও কর্নফুলি টানেলে দেখা হয়নি। এখানে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ আমলে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে কারণ সরকারের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিল। দেশের সকল সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে। সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেয়া হবে না। শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে বিদেশি ও অভিজ্ঞদের নিয়োগের ক্ষেত্রে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ

মিয়ানমার জান্তার সাথে থাই সামরিক বাহিনীর বৈঠক

মিয়ানমার সরকারের সেকেন্ড-ইন-কমান্ড চীনের ক্রমবর্ধমান চাপের মধ্যে সীমান্ত জালিয়াতি কার্যক্রমের বিরুদ্ধে দমন-পীড়ন নিয়ে আলোচনা করতে থাই সামরিক প্রতিনিধিদলের সাথে...

এই বিভাগের অন্যান্য সংবাদ