spot_img

পুষ্পা টু’র প্রিমিয়ারে ভক্তের মৃত্যু, আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা

অবশ্যই পরুন

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা ২-এর প্রিমিয়ার চলাকালে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু ও তার কিশোর ছেলের গুরুতর আহত হওয়ার ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত বুধবার (৪ ডিসেম্বর) রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নারীর নাম রেবতী (৩৫) বলে জানা গেছে।

হায়দরাবাদের কেন্দ্রীয় অঞ্চল ডেপুটি পুলিশ কমিশনার আকাশ যাদব জানান, পুষ্পা ২-এর সিনেমা ইউনিট, অভিনেতা আল্লু অর্জুন, সন্ধ্যা থিয়েটারের মালিক ও আল্লু অর্জুনের নিরাপত্তা দলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ (হত্যা ব্যতীত অপরাধমূলক মানবহত্যা) ও ১১৮(১) (আঘাতের দায়ে শাস্তি) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার দিন আল্লু অর্জুন থিয়েটারে আকস্মিক উপস্থিত হলে ভক্তরা তাকে দেখার জন্য ভিড় জমায়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পদদলিত হয়ে রেবতী এবং তার ১৩ বছর বয়সী ছেলে শ্রী তেজ অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের দুর্গা ভাই দেশমুখ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রেবতীকে মৃত ঘোষণা করা হয়। শ্রী তেজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

রেবতী তার স্বামী ভাস্কর ও দুই সন্তান শ্রী তেজ (১৩) এবং সানভিকা (৭)-কে নিয়ে প্রদর্শনী দেখতে এসেছিলেন। আল্লু অর্জুনের উপস্থিতির খবর ছড়িয়ে পড়ার পর থিয়েটারের বাইরে থাকা ভক্তরা একসঙ্গে ভেতরে প্রবেশের চেষ্টা করলে এই মর্মান্তিক পরিস্থিতি সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, থিয়েটারের পক্ষ থেকে আল্লু অর্জুনের আগমনের বিষয়ে কোনো পূর্ব ঘোষণা দেওয়া হয়নি। নিরাপত্তা ব্যবস্থারও তেমন কোনো পরিকল্পনা ছিল না। এমনকি অভিনেতার জন্য আলাদা প্রবেশ বা প্রস্থান পথের ব্যবস্থা করা হয়নি।

পুলিশ কর্মকর্তা আরও জানান, আল্লু অর্জুন তার ব্যক্তিগত নিরাপত্তা দলসহ থিয়েটারে পৌঁছানোর পর জনতা ভেতরে প্রবেশের চেষ্টা করে। অভিনেতার নিরাপত্তা দলের লোকেরা জনতাকে ঠেলে সরানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও খারাপ হয়। এতে অনেকেই থিয়েটারের নিচতলার ব্যালকনিতে ঢুকে পড়ে, যা পরিস্থিতিকে জটিল করে তোলে।

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা গেছে, ভক্তদের ভিড়ের মধ্যে আল্লু অর্জুন তার গাড়ি থেকে হাত নেড়ে ভক্তদের শান্ত হতে বলার চেষ্টা করছেন। পরে নিরাপত্তার চাদরে ঢাকা দিয়ে তিনি স্থান ত্যাগ করেন।

পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ১০টার দিকে থিয়েটারের বাইরে ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

সূত্র: ইন্ডিয়া টুডে

সর্বশেষ সংবাদ

তথ্য উপদেষ্টার সাথে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের মতবিনিময়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলামের সাথে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ