spot_img

‘বাইরে যত ষড়যন্ত্রই হোক আমরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে’

অবশ্যই পরুন

দেশের বাইরে থেকে যত অপপ্রচারই চালানো হোক না কেন বা যত ষড়যন্ত্রই হোক না কেন ধর্মীয় ও রাজনৈতিকভাবে আমরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে ওই বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন উপদেষ্টা মাহফুজ আলম।

মাহফুজ আলম বলেন, ‘আমরা দেশের প্রধান চারটি ধর্মের শীর্ষস্থানীয় নেতাদের ডেকেছি। আমরা চেষ্টা করেছি তাদের বক্তব্য শুনতে এবং সরকারের বক্তব্য তাদের মাধ্যমে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় তা বলেছি। আমরা তাদের একটা মেসেজ পৌঁছাতে চেষ্টা করেছি, তা হলো সম্প্রদায়গত দিক থেকে আমরা এক জায়গায়। সরকার যেকোনো সাম্প্রদায়িক ইস্যুতে প্রঅ্যাকটিভ কাজ করবে। বাইরে যতই ষড়যন্ত্র হোক, আমরা রাজনৈতিক ও সম্প্রদায়িকভাবে ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের রুখতে পারবে না। প্রধান উপদেষ্টা তাদের এই মেসেজটা দিয়েছেন।’

তিনি বলেন, ‘সম্প্রীতির মধ্যে ভয় যেন জড়িয়ে না যায়। আমরা যেন সবাই মেলবন্ধন নিয়ে এগিয়ে যেতে পারি। আমাদের সহজাত একটা ঐক্য আছে, সেটা যেন বজায় থাকে— প্রধান উপদেষ্টা এটা ধর্মীয় নেতাদের বলেছেন।’

তরুণ উপদেষ্টা আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে সঙ্গে নিয়ে আমরা সবাই মিলে যাতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সে জন্য বিভিন্ন ধর্মের নেতাদের কাছে আমরা সমর্থন চেয়েছি। উনারা আমাদের সমর্থন দিয়েছেন।’

মহাফুজ আলম বলেন, ‘যেভাবে সবাই মিলে একটা জাতীয় ঐক্য তৈরি হচ্ছে, তা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’

সর্বশেষ সংবাদ

শুনানি চলাকালে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী

মিরপুর থানার দুটি পৃথক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ