spot_img

পুলিশ অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠ

অবশ্যই পরুন

কামরুল আহসান তালুকদারকে সভাপতি ও মনিরুল হক ডাবলুকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে কমিটির উপদেষ্টা হিসেবে পাঁচজনকে রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৮ নভেম্বর পুলিশ অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি গঠন হয়।

কমিটিতে দায়িত্ব পেলেন যারা-
পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক ট্যুরিস্ট পুলিশের আশুলিয়া জোনের পরিদর্শক মনিরুল হক ডাবলু। এছাড়া সংগঠনের সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান, ডিএমপির পরিদর্শক সোহেল কুদ্দুস, মৌলভীবাজার সিআইডির সানোয়ার হোসেন ভূঁইয়া, কদমতলী থানার ওসি মাহমুদুল রহমান এবং ডিবির পরিদর্শক ইমাউল হক।

এদিকে পুলিশ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ হয়েছেন সবুজবাগ থানার ওসি ইয়াছিন আলী। যুগ্ম-সম্পাদক হিসেবে কমিটিতে রয়েছেন- কলাবাগান থানার ওসি মো. মোক্তারুজ্জামান, মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমানউল্লাহ, চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর (পলাশ), মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, র‍্যাব সদরদপ্তরের পরিদর্শক আশিকুর রহমান।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন গাজীপুর পিবিআইয়ের মো. সালউদ্দিন, দপ্তর সম্পাদক এসবির পরিদর্শক খান মো. মাসকোয়াত হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ডিএমপির পরিদর্শক মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নৌ পুলিশের পরিদর্শক মো. এমরান মাহমুদ তুহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডিবির পরিদর্শক মো. হাসান আলী, সমাজ কল্যাণ সম্পাদক ডিএমপি সদরদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আরিফুর রহমান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসবির পরিদর্শক এরশাদ হোসেন, ক্রীড়া সম্পাদক ডিএমপির পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন- এসবির পরিদর্শক শাহজাদী কুঞ্জেনুর কলি, আইন বিষয়ক সম্পাদক ডিএমপির পরিদর্শক মো. আসাদুজ্জামান।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন-
ডিএমপির আরওআই মো. রাজ্জাকুল ইসলাম, ঝিনাইদহের শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) পরিদর্শক এস এম জায়িদ আরিফ, বাংলাদেশ সচিবালয়ের পরিদর্শক মো. আব্দুল কাদের, ডিএমপির এসআই মীর সাব্বির আলী, ডিএমপির সার্জেন্ট মো. কৌশিক মাহমুদ, ডিএমপির এএসআই মোসা. আলেয়া বেগম, পুলিশ সদর দফতরের কনস্টেবল রুবেল সরকার।

সর্বশেষ সংবাদ

সাবেক দুদক কমিশনার জহুরুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য সাবেক কমিশনার (তদন্ত) জহরুল হকের পাসপোর্ট বাতিল ও তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।...

এই বিভাগের অন্যান্য সংবাদ