spot_img

সামান্থার জীবনে এখনও নাগা! প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ

অবশ্যই পরুন

অবশেষে চার হাত এক হলো নাগা চৈতন্যে ও শোভিতা ধুলিপালার। ভারতের দক্ষিণী সিনেমার এই জুটির বিয়ে নিয়ে আলোচনা চলছিল। বিয়ের আগে দক্ষিণী রীতি মেনে সমস্ত নিয়ম আচার পালন করেছেন তারা। সেই সব অনুষ্ঠানের ছবি, ভিডিয়ো প্রকাশ্যেএসেছে। আর এবার সামনে এলো বিয়ের ছবি।

বুধবার (৪ ডিসেম্বর) বিয়ে করেন তারা আর কয়েক ঘণ্টা পরই প্রকাশ পেলো তাদের ছবি। নেট দুনিয়ায় আলোচনা চলছে তাদের লুক নিয়ে। 

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, পরিবার, আত্মীয় এবং নিকট বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। তাদের একটি ফ্যান ক্লাবের তরফে এদিন তাঁদের বিয়ের ছবি পোস্ট করা হয়।

সেই ছবিতেই দেখা যাচ্ছে শোভিতা ধুলিপালা সোনালি রঙের সিল্কের শাড়ি পরে আছেন। হাতে মেহেন্দি করা। গা ভর্তি দক্ষিণী স্টাইলে গয়না। দক্ষিণী স্টাইলে ফুল দিয়ে বিনুনিও বাঁধতে দেখা গিয়েছে তাকে। অন্যদিকে দ্বিতীয় বিয়েতে নাগা চৈতন্য পরেছিলেন ঘিয়ে রঙের ধুতি পাঞ্জাবি। গলায় ছিল লাল বর্ডার দেয়া ওড়না। পুরোহিতদের তাদের পাশে বসে মন্ত্র পড়তে দেখা যাচ্ছে।

গত আগস্ট মাসে বাগদান হয় তাদের।  এরপর বিভিন্ন আয়োজন চলতেই থাকে। হায়দারাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ে হয় নাগা ও শোভিতার। এই স্টুডিওটি নাগার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত অন্নপূর্ণা স্টুডিওটি নাগা চৈতন্যের দাদু আক্কেনি নাগেশ্বর রাও তৈরি করেছিলেন। এদিন দাদুর স্মৃতির উদ্দেশ্যে অভিনেতা পঞ্চা পরেছিলেন। অন্যদিকে নায়িকার পরনে যত গয়না ছিল সেগুলো সবই তার মা এবং দাদুর।

প্রসঙ্গত, ২০২১ সালে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে নাগা চৈতন্যের বিচ্ছেদ হয়। এরপর শোভিতা ধুলিপালার সঙ্গে নাগা চৈতন্যের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। গুঞ্জন সত্ত্বেও, এই তারা কখনই প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। আর তিন বছর পর বিয়ে করলেন তারা।

সর্বশেষ সংবাদ

সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সবার জন্য সাইবার স্পেসকে সুরক্ষিত করতে চেষ্টা করছে সরকার। এরইমধ্যে সাইবার সুরক্ষা...

এই বিভাগের অন্যান্য সংবাদ