পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান হারুন অর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ যেসব শীর্ষ পুলিশ কর্মকর্তারা পলাতক রয়েছে তাদের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি। তারা দেশে থাকলে খুব শিগ্রই তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর পুলিশ হোডকোয়াটার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আইজিপি জানান, মামলায় নাম থাকলেই পাইকারিভাবে কাউকে গ্রেফতার করা হবে না। নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়। ইচ্ছাকৃতভাবে কেউ মিথ্যা মামলা দায়ের করলে বাদির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এখন আগের মতো গুম-খুন বা আয়নাঘর নেই জানিয়ে পুলিশ প্রধান বলেন, এখন সাংবাদিকদের তথ্য দিতে বাধা নেই। যে সকল পুলিশ সদস্য এখনও আগের সংস্কৃতি মনের মধ্যে লালন করেন তাদের পরিবর্তন হওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া জনগণের সাথে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে বলেও জানান তিনি। বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে পুলিশ তাদের কার্যক্রম অব্যহত রেখেছে।