spot_img

পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

পার্লামেন্টের অনাস্থা ভোটে হেরে গেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। বুধবার (৪ ডিসেম্বর) দেশটির আইনসভার নিম্নকক্ষে হয় এ ভোট। খবর রয়টার্স।

৫৭৭ সদস্যের মধ্যে ৩৩১ জন আইনপ্রণেতা রায় দেন অনাস্থা প্রস্তাবের পক্ষে। পাসের জন্য প্রয়োজন ছিল ২৮৮টি ভোটের। গত কয়েকদিন ধরে রাজনৈতিক অস্থিরতা চলছিল ফ্রান্সে। বিশেষ করে বাজেট পাসকে কেন্দ্র করে আরও উত্তেজনা বাড়ে । একপর্যায়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলে বিরোধীরা। এবার পদত্যাগে বাধ্য হবেন ৭৩ বছর বয়সী মিশেল বার্নিয়ে।

উল্লেখ্য, মাত্র তিন মাস আগে মিশেল বার্নিয়েকে সরকারপ্রধান হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। পরবর্তী উত্তরসূরি নির্বাচন না করা পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন মিশেল। ফ্রান্সের ইতিহাসে ১৯৬২ সালের পর প্রথমবারের মতো অনাস্থা ভোটে পতন হলো কোনো ফরাসি সরকারের।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ