spot_img

ইউনাইটেডের বিপক্ষে টানা চার ম্যাচে জয়ী আর্সেনাল

অবশ্যই পরুন

এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে দুর্দান্ত দ্বিতীয়ার্ধে ২-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে মিকেল আর্তেতার দল এটি টানা চতুর্থবারের মতো ইউনাইটেডের বিপক্ষে জয়লাভ করল।

প্রথমার্ধে দুই দলই খেলার তেমন কোনো ধারাবাহিকতা তৈরি করতে পারেনি। আর্সেনাল তিনটি শট নেওয়ার পরও একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি, যেখানে ইউনাইটেডও তাদের প্রথম শটটি নেয় ৪২ মিনিটে। কিন্তু দ্বিতীয়ার্ধে আর্সেনালের আক্রমণ তীব্র হয়ে ওঠে। ৫৪তম মিনিটে ইউরিয়েন টিম্বারের হেডে প্রথম গোলটি আসে। ৭৩ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুণ করে উইলিয়াম সালিবা, যখন বুকায়ো সাকার কর্নারে থমাস পার্টির হেড সালিবার পিঠে লেগে জালে জড়িয়ে যায়।

এই জয় আর্সেনালকে ১৪ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পৌঁছাতে সহায়তা করেছে। অন্যদিকে, পাঁচ ম্যাচে হার হজম করা ম্যানচেস্টার ইউনাইটেড ১১ নম্বরে অবস্থান করছে ১৯ পয়েন্ট নিয়ে।

চেলসি ২৮ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে, নিউক্যাসল ইউনাইটেড ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, এবং ম্যানচেস্টার সিটি ২৬ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ