spot_img

স্বেচ্ছায় নগ্ন হয়েছিলেন ‘বার্বি’ তারকা, মুখ খুললেন নিজেই

অবশ্যই পরুন

জনপ্রিয় ‘বার্বি’ তারকা মার্গো রবি। বহুল প্রশংসিত সিনেমা ‘দ্য উলফ অব দ্য ওয়াল স্ট্রিট’- এ সুদক্ষ অভিনয় করেই খ্যাতি পান মার্গো রবি। তবে এই সিনেমার এক নগ্ন দৃশ্যের জন্য অনেক অংশেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই হলিউড অভিনেত্রীকে। এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন অভিনেত্রী।

২০১৩ সালে মুক্ত পেয়েছিল মার্টিন স্করসেজি পরিচালিত সিনেমা ‘দ্য উলফ অব দ্য ওয়াল স্ট্রিট’। আর সেই সিনেমায় অভিনয়ের সুদক্ষতা নিয়ে যতটা প্রশংসিত হয়েছেন তার থেকেও বেশি নগ্ন দৃশ্যের জন্য সমালোচিত হয়েছিল তিনি।

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, গল্পের প্রয়োজনেই পুরোপুরি নগ্ন হয়েছিলেন তিনি। এমনকি পুরোপুরি নগ্ন হওয়ার আইডিয়াও পরিচালক স্করসেজির নয়!

মার্গো রবি বলেন, ‘স্করসেজি আমাকে একটা তোয়ালে জড়িয়ে নিতে বলেছিলেন। তবে দৃশ্যটির জন্য অন্য কিছু করা প্রয়োজন ছিল।’

দৃশ্যটি শুটিংয়ের আগে নিজের কাঁধেই পুরো দায়িত্ব নিয়েছিলেন রবি। চিত্রনাট্যে ছিল দৃশ্যটির শেষে লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত চরিত্রটি তাঁকে চুম্বন করবেন। তবে রবি ঠিক করেন, তিনি তাঁকে (ডিক্যাপ্রিও) চড় মারবেন।

‘দ্য উলফ অব দ্য ওয়াল স্ট্রিট’ সিনেমাটি দিয়ে মার্গো রবির ক্যারিয়ার জীবনের মোড় ঘুরে যায়। পরে তাঁকে দেখা যায় ‘সুইসাইড স্কোয়াড’, ‘ম্যারি কুইন অব স্কটস’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’, ‘বার্বি’র সহ একাধিক সিনেমায়।

সর্বশেষ সংবাদ

সিরিয়া ইস্যুতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরানি সেনাপ্রধান

সিরিয়া ইস্যুতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সেনাপ্রধান মেজর-জেনারেল মোহাম্মদ বাঘেরি। মঙ্গলবার ইরানি বার্তাসংস্থা আইআরএনএ-কে দেয়া এক সাক্ষাৎকারে...

এই বিভাগের অন্যান্য সংবাদ