spot_img

নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হলেন নান্দি নাদাইতওয়া

অবশ্যই পরুন

নামিবিয়ার ক্ষমতাসীন এসডব্লিউএপিও দলের নেত্রী নেতুম্বো নান্দি নাদাইতওয়া দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশটির নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল প্রকাশ করে। খবর বার্তা সংস্থা এপির।

নান্দি নাদাইতওয়া নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে নির্বাচিত হলেন। নির্বাচনে নান্দির প্রধান প্রতিদ্বন্দ্বি ছিলেন পান্দুলেনি ইতুলা। ইনডিপেনডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ (আইপিসি) দলের এ নেতা নির্বাচনে প্রায় ২৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।

নামিবিয়ার নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে নান্দি ৫৭ শতাংশের মতো ভোট পেয়েছেন। নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে হবে।

প্রেসিডেন্ট নির্বাচনে জয় আসার পর ৭২ বছর বয়সী নান্দি নাদাইতওয়া বলেন, নামিবিয়ার জনগণ শান্তি ও স্থিতিশীলতার জন্য ভোট দিয়েছেন।

প্রেসিডেন্ট হিসেবে নান্দির জয়ের মধ্য দিয়ে এসডব্লিউএপিও দলটির ক্ষমতায় থাকার মেয়াদ আরও বাড়ছে। ১৯৯০ সালে দলটির নেতৃত্বে নামিবিয়া দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীন হয়। এরপর ৩৪ বছর ধরে দলটি ক্ষমতায় আছে।

সর্বশেষ সংবাদ

সিরিয়া ইস্যুতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরানি সেনাপ্রধান

সিরিয়া ইস্যুতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সেনাপ্রধান মেজর-জেনারেল মোহাম্মদ বাঘেরি। মঙ্গলবার ইরানি বার্তাসংস্থা আইআরএনএ-কে দেয়া এক সাক্ষাৎকারে...

এই বিভাগের অন্যান্য সংবাদ