সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসায় স্ত্রীসহ যান পাকিস্তানের হাইকমিশনার।
পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, পাকিস্তানের হাইকমিশনার মূলত খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। এছাড়া বিএনপির সঙ্গে রাজনৈতিক দল হিসেবে পাকিস্তানের যে সম্পর্ক, সেটি আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশা করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও ভালো হবে বলেও আশা প্রকাশ করেন পাকিস্তানের হাইকমিশনার।