spot_img

জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

দেশের চলমান নানা ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে আলোচনা করতে আজ মঙ্গলবার ছাত্রনেতাদের সঙ্গে, আগামীকাল বুধবার প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গে বসবেন তিনি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আমাদের ছাত্র নেতাদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা। আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) সব রাজনৈতিক দল এবং পরদিন বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বসবেন তিনি।

শফিকুল আলম আরও বলেন, প্রধান উপদেষ্টা সবার সঙ্গে সংলাপের আহ্বান করেছেন। তিনি তাদের সঙ্গে বসবেন। বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্য। তিনি জাতীয় ঐক্যের ডাক দেবেন।

প্রেস সচিব আরও উল্লেখ করেন, ইদানিং কিছু ঘটনা নিয়ে অপতথ্য ছড়ানোর প্রয়াস দেখা যাচ্ছে। যেখানে ভারতের গণমাধ্যম আক্রমণাত্মক কাজ করছে বলেন জানান তিনি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের প্রতিবেদনে বড় ধরনের গলদ আছে উল্লেখ করে প্রেস সচিব জানান, তাদের প্রতিবেদনই নিচ্ছে ভারতীয় সাংবাদিকরা। ভারত আমাদের কাঠগড়ায় দাঁড় করাতে চাইছে। তারা পূর্বনির্ধারিত ধারণা নিয়েই অপতথ্যগুলো ছড়াচ্ছে। আগে থেকেই এমন ধারণা করে রাখলে আলোচনার আর উপায় থাকে না বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

রাজনৈতিকভাবে যাই ঘটুক ভারতের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। যেখান থেকে ভালো দর পাওয়া যাবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ