spot_img

দৃষ্টিহীন টাইগারদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপে রানার্সআপ হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) মুলতানে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারে বাংলাদেশ।

একইদিন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তাদেরকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

বাংলাদেশ দৃষ্টিহীন দলের উদ্দেশে দেয়া বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তাদের কৃতিত্বে পুরো জাতি গর্বিত। ২০২২ সালে ভারতে অনুষ্ঠিত আগের আসরেও বাংলাদেশ রানার্স আপ হয়েছিল।

প্রসঙ্গত, ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পাকিস্তানে দৃষ্টিহীন ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের চতুর্থ এই সংস্করণে বাংলাদেশসহ অংশগ্রহণ করে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।

সর্বশেষ সংবাদ

পদদলিত হয়ে ১১ জন মৃত্যুর ৩ মাস পর মুখ খুললেন কোহলি

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় এতদিন নীরব ছিলেন বিরাট কোহলি। অবশেষে মুখ খুললেন রয়্যাল...

এই বিভাগের অন্যান্য সংবাদ