spot_img

হজযাত্রীদের টাকা উত্তোলনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশ

অবশ্যই পরুন

আগামী বছর হজে যেতে ইচ্ছুক মানুষদের টাকা তোলার সময় প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুক যেসব আমানতকারী ব্যাংকে অর্থ আমানত রেখেছে বা কোনো স্কিমের আওতায় অর্থ সঞ্চিত রেখেছে এবং বর্তমানে ওই অর্থ হজে যাওয়ার জন্য উত্তোলন করতে চাচ্ছে, তাদের অর্থ উত্তোলনে যেন কোনোরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়।

চিঠিতে আরো বলা হয়, ব্যাংকের বিভিন্ন শাখায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সিগুলোর হজ কার্যক্রমের জন্য নির্ধারিত হিসাব নম্বর রয়েছে। এ ব্যাংক হিসাবে হজযাত্রীদের সৌদি পর্বের ব্যয় এবং এয়ারলাইন্স টিকিটের অর্থ জমা রয়েছে এবং এখনো জমা দেয়া হচ্ছে।

উল্লিখিত হিসাবসমূহে জমাকৃত অর্থের প্রায় ৫০ শতাংশ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পাঠাতে হবে। সে কারণে জমাকৃত অর্থ অন্যত্র বিনিয়োগ না করার জন্য অনুরোধ করা হলো।

সর্বশেষ সংবাদ

সিরিয়া ইস্যুতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরানি সেনাপ্রধান

সিরিয়া ইস্যুতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সেনাপ্রধান মেজর-জেনারেল মোহাম্মদ বাঘেরি। মঙ্গলবার ইরানি বার্তাসংস্থা আইআরএনএ-কে দেয়া এক সাক্ষাৎকারে...

এই বিভাগের অন্যান্য সংবাদ