spot_img

হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ঝিনাইদহ আ. লীগ নেতা সাইদুল

অবশ্যই পরুন

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে পৃথক দুটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে ছালাম হত্যা মামলায় অপর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সকাল ৭টায় কড়া নিরাপত্তায় মিন্টু ও গ্যাস বাবুকে ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে জেলা শহরের মর্ডান মোড়ে নিহত যুবলীগ কর্মী তরিকুল হত্যা মামলার তদন্তকারী ঝিনাইদহ সিআইডির পরিদর্শক মারফত আলী ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। পরে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে অপর এক পৃথক মামলায় ২০১৩ সালে জেলা শহরের হাটের রাস্তায় জামায়াত কর্মী আব্দুস ছালাম নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। এ মামলায় আদালত ২ দিনের রিমান্ডের মঞ্জুর করেন। এছাড়াও ছালাম হত্যা মামলায় গ্যাস বাবুকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় আগে থেকেই গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে।

সর্বশেষ সংবাদ

সেনাপ্রধানই হলেন লেবাননের নতুন প্রেসিডেন্ট

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে প্রেসিডেন্ট পদে শূন্যতার অবসান ঘটিয়ে লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জোসেফ আউন। বৃহস্পতিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ