রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে যুদ্ধরত ইউক্রেনের সেনারা ক্লান্ত হয়ে পড়েছেন। সেখানকার যুদ্ধরত সেনাদের সঙ্গে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি যোগাযোগ করেছে। সেখানকার ইউক্রেনীয় সেনারা আশঙ্কা প্রকাশ করে জানান, এই লড়াইয়ে তাদের উদ্দেশ্য কী তারা বুঝতে পারছেন না। কেনোই বা তারা এইখানে লড়াই চালিয়ে যাচ্ছেন সে বিষয়ে দ্বিধায় পড়েছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনীয় এক সেনা জানান, কুরস্কের আবহাওয়া ভয়ানক প্রতিকূল। একদিকে রাশিয়া তাদের হঠাতে ক্রমাগত বোমাবর্ষণ করে যাচ্ছে অন্যদিকে তারা প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করছেন।
রাশিয়ার ক্রমাগত গোলাবর্ষণের কারণে তারা ঘুমাতে পর্যন্ত পারছেন না বলেও জানান। তারা স্বীকার করেন, রুশ বাহিনী ধীরে ধীরে ইউক্রেনীয় সেনাদের পিছু হটতে বাধ্য করছেন।
গত ২৬ নভেম্বর এক সেনা নাম প্রকাশ না করার শর্তে জানান, এরকম পরিস্থিতি চলতে থাকলে ইউক্রেনীয় সেনাদের কুরস্কের দখল করা এলাকার নিয়ন্ত্রণ হারানোটা সময়ের ব্যাপার মাত্র। এসময় ওই সেনা নিজের দলের ভীষণ ক্লান্তির কথা উল্লেখ করে বলেন, বিরামহীন এই ক্লান্তি ইউক্রেনীয় সেনাদের চেপে ধরেছে।
ইউক্রেনীয় সেনাদের কাছ থেকে বিবিসি যে বার্তা পেয়েছে তাতে অন্ধকারাচ্ছন্ন এক হতাশার চিত্র মেলে।
যদিও সেখানে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনীয় সেনাদের অভাব থাকার বিষয়টি এসব বার্তায় ফুটে ওঠে।
তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণ এবং নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপের আগ পর্যন্ত তারা কোনোভাবে এখানে টিকে থাকতে চান। যদিও তারা নিশ্চিত যে রাশিয়ার নিয়ন্ত্রিত কুরস্ক থেকে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের এর আগেই হটাতে চান।
ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন, দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধ থামাবেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্লান্স কিয়েভকে ওই অঞ্চলে দূরপাল্লার অস্ত্র দিয়ে হামলা করার অনুমতি দিয়েছে