spot_img

সড়কের নিরাপত্তায় সরকারকে কঠোর হতে হবে: কাদের গনি চৌধুরী

অবশ্যই পরুন

সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য সরকারের শক্ত হয়ে নজরদারি বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।

মঙ্গলবার নিরাপদ সড়ক চাই এর ৩১ বছর পূর্তি উপলক্ষে ঢাকার প্রেসক্লাবে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা না বললে অন্যায়কারীরা প্রশ্রয় পাবে তাই সড়কে নিরাপত্তা আনতে সরকারকে কঠোর হতে হবে। সড়কে যেনো দুর্ঘটনা কমে আসে সে বিষয়েও আলোকপাত করেন তিনি।

সভাপতির বক্তব্যে নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ৩২ বছরে সড়ক দুর্ঘটনা রোধ করা যায়নি বরং রাজনৈতিক ট্যাগের শিকার হয়েছেন তিনি। তিন মাসেও সড়কে কোনো নিয়ম ফেরেনি, সড়কে সরকারের দৃষ্টি নেই। যারা রাষ্ট্র চালায় তাদের সড়কে দৃষ্টি দেবার অনুরোধ জানান কাঞ্চন। বলেন, শুধু সরকারের একার পক্ষে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব না তাই সকলের সহযোগিতা চান তিনি।

সভায় ইলিয়াস কাঞ্চনকে সাথে নিয়ে একটি কমিশন গঠন করার কথাও বলেন আগতরা বক্তারা।

সর্বশেষ সংবাদ

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ১,৭৫৫টি

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়,...

এই বিভাগের অন্যান্য সংবাদ