spot_img

পুনরায় এক হতে যাচ্ছেন এ আর রহমান ও সায়রা বানু?

অবশ্যই পরুন

দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়েছেন এ আর রহমান ও সায়রা বানু। বিষয়টি হুট করে প্রকাশ্যে এলেও বেশ কিছুদিন ধরেই তারা আলাদা হওয়ার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।
এদিকে বিচ্ছেদের এই সিদ্ধান্তকে ভক্তদের মেনে নিতে অনুরোধ করেছেন এ আর রহমান। যদিও নতুন খবর হচ্ছে তাদের সম্পর্ক আবার জোড়াও লাগতে পারে।

সায়রার আইনজীবী বন্দনা শাহ বলেছেন, এই দম্পতি বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেও ফের তাদের সম্পর্ক জোড়াও লাগতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার লিখেছে, বিচ্ছেদের পরে মন ভার করা পোস্ট দিয়েছিলেন অস্কারজয়ী সুরকার।

তিনি লিখেছিলেন, “অন্তত ৩০টা বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হত। কিন্তু এমন পরিসমাপ্তির কথা আমরা কল্পনাও করিনি। হৃদয় ভাঙার ভারে সৃষ্টিকর্তার আসন পর্যন্ত আজ কেঁপে উঠতে পারে। যদিও, এই দুঃখের মাঝেও আমরা জীবনের অর্থ খোঁজার চেষ্টা করছি।”

এই পোস্ট দেখে রহমানের অনুরাগীদের প্রশ্ন, “কোনোভাবেই কি দাম্পত্য জোড়া লাগানো সম্ভব নয়?” এই প্রশ্নের উত্তর দিয়েছেন সায়রার আইনজীবী বন্দনা শাহ। ফের দম্পতির এক হওয়ার সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি।”

এ বিষয়ে বন্দনা জানান, “সম্পর্ক জোড়া লাগা সম্ভব নয়, এমন কিন্তু বলা হয়নি। দুজনের মন্তব্যে যথেষ্ট স্বচ্ছতা রয়েছে। তারা দুজনেই বিচ্ছেদ নিয়ে যথেষ্ট যন্ত্রণায় রয়েছেন। এই সিদ্ধান্তে আসতে তাদের বেগ পেতে হয়েছে। বিচ্ছেদের বিবৃতিতে কোথাও বলা হয়নি, তারা ফের সম্পর্কে ফিরবেন না।”

সর্বশেষ সংবাদ

কানাডাকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য, যা বললেন ট্রাম্প

জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও কানাডাকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

এই বিভাগের অন্যান্য সংবাদ