spot_img

তুলে রাখা শীতের পোশাক ব্যবহারের আগে যা জানা জরুরি

অবশ্যই পরুন

শীতল আবহাওয়া দেশজুড়ে শীতের আমেজ নিয়ে এসেছে। নতুন শীতের পোশাকের পাশাপাশি অনেকে আলমারিতে তুলে রাখা পুরনো পোশাকও ব্যবহার শুরু করেছেন। তবে পুরনো শীতের পোশাক ব্যবহারের আগে তা উপযুক্তভাবে প্রস্তুত করা জরুরি।

বিশেষ করে শিশুদের পোশাক ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের সহযোগী অধ্যাপক শিমু লতার দেওয়া কিছু পরামর্শ তুলে ধরেছেন মোনালিসা মেহরিন।

শিশুদের পোশাক প্রস্তুত করার নিয়ম:
– তুলে রাখা শীতের পোশাক রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিন।
– কয়েক ঘণ্টা কড়া রোদে রাখলে ভাপসা গন্ধ বা স্যাঁতসেঁতে ভাব দূর হবে এবং জীবাণু মরে যাবে।
– পোশাকে ধূলিকণা জমে ছোট কীট তৈরি হতে পারে, যা এলার্জি বা হাঁচি-কাশির কারণ হতে পারে। তাই ধুয়ে ইস্ত্রি করে ব্যবহার করাই ভালো।
– শীতের সময় কয়েক দিন পরপর পোশাক রোদে দেওয়া উচিত।

সোয়েটার পরিষ্কার করার উপায়:
– নতুন বা পুরনো সোয়েটার ব্যবহারের আগে ধুয়ে নিন।
– ধোয়ার সময় চার চা চামচ ডিটারজেন্টের সঙ্গে দুই চা চামচ ভিনেগার মিশিয়ে ব্যবহার করুন।
– শ্যাম্পু দিয়েও ধুতে পারেন, এতে উলের নরম ভাব বজায় থাকে।
– ধোয়ার পর ভালোভাবে রোদে শুকিয়ে নিন।

লেপ ও কম্বল ব্যবহারের প্রস্তুতি:
– শিমুল তুলার লেপ ধোয়া যায় না, তাই কড়া রোদে রেখে শুকিয়ে নিন।
– ধোয়া না হলে ড্রাইওয়াশ করিয়ে নিন।
– কম্বল ব্যবহারের আগে ধুয়ে নিন এবং ছায়াযুক্ত স্থানে শুকাতে দিন।
– লেপ বা কম্বলে কাভার ব্যবহার করলে পরিষ্কার রাখা সহজ হয়।

শীতের পোশাক প্রস্তুত করতে এই নিয়মগুলো মেনে চললে তা যেমন আরামদায়ক হবে, তেমনি স্বাস্থ্যঝুঁকিও এড়ানো সম্ভব। পরিবারের সবার সুরক্ষা নিশ্চিত করতে এখনই পোশাক প্রস্তুত করে নিন।

সর্বশেষ সংবাদ

ভারতীয় জেলেদের নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতীয় জেলেদের ওপর নির্যাতন সংক্রান্ত ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের বিষয়ে গভীর হতাশা ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।...

এই বিভাগের অন্যান্য সংবাদ