spot_img

অভিনয় থেকে অবসরের ঘোষণা ‘টুয়েলভথ ফেল’ অভিনেতার!

অবশ্যই পরুন

অভিনেতা বিক্রান্ত ম্যাসি অভিনীত ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি দর্শকদের হৃদয় জয় করেছে। মুক্তির পর সিনেমাটি বেশ সাড়া ফেলেছিল। অভিনেতা বিক্রান্ত ম্যাসি দর্শককে একের পর এক হিট ছবি উপহার দিচ্ছিলেন। তবে অভিনেতার হঠাৎ অবসর ঘোষণায় হতাশ তার ভক্ত অনুরাগীরা।

ভক্তদের হতভম্ব করে এমনই পোস্ট করলেন ‘সবরমতী’ অভিনেতা। মাত্র ৩৭ বছর বয়সে অবসর ঘোষণা করলেন বিক্রান্ত।

সোশ্যাল মিডিয়ায় বিবৃতির আকারে একটি পোস্ট করে অভিনেতা লেখেন, ২০২৫ সালে বড় পর্দায় ‘শেষ এক বার’ দেখা হবে তাঁর দর্শকের সঙ্গে। এ দিন পোস্টে তিনি লেখেন, ‘গত কয়েক বছর দুর্ধর্ষ কেটেছে। আপনাদের প্রত্যেকের অসম্ভব সমর্থনের জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ। কিন্তু জীবনে এগিয়ে চলার পথে, আমি বুঝতে পারছি যে এবার সব গুছিয়ে পরিবারকে সময় দেওয়া উচিত। একজন স্বামী, বাবা ও ছেলে হিসেবে। এবং অবশ্যই একজন অভিনেতা হিসেবে।’

তবে বিক্রান্তের অনুরাগীদের এখনই এতো হতাশ হওয়ার কারণ নেই। অভিনেতা এরপরে লেখেন, ‘ফলে আগামী ২০২৫ সালে, আমাদের শেষ বারের মতো দেখা হবে। যত দিন না সঠিক সময় আসছে আবার। শেষ ২টো ছবি এবং এত বছরের স্মৃতি। সকলকে আবারও ধন্যবাদ। সমস্ত কিছুর জন্য়।’

এই পোস্ট দেখে হতভম্ব অনুরাগীরা। তাঁরা যেন বিশ্বাসই করতে চাইছেন না। একজন লেখেন, ‘আশা করছি যেন এটা সঠিক খবর না হয়’। অন্য একজন লেখেন, ‘কেন আপনি জোর করে বলিউডের দ্বিতীয় ইমরান খান তৈরি হতে চাইছেন।’

আরও একজন লেখেন, ‘ভাই, আপনি তো কেরিয়ারের মধ্য গগনে… এরকম সিদ্ধান্ত কেন?’

বিক্রান্ত ম্যাসি ‘টুয়েলভথ ফেল’, ‘ব্রোকেন বাট বিউটিফুল’, ‘হসিন দিলরুবা’, ‘এ ডেথ ইন দ্য গঞ্জ’, ‘মির্জাপুর’ সহ অজস্র কাজ করেছেন, পেয়েছেন প্রশংসাও।

সর্বশেষ সংবাদ

সিরিয়া ইস্যুতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরানি সেনাপ্রধান

সিরিয়া ইস্যুতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সেনাপ্রধান মেজর-জেনারেল মোহাম্মদ বাঘেরি। মঙ্গলবার ইরানি বার্তাসংস্থা আইআরএনএ-কে দেয়া এক সাক্ষাৎকারে...

এই বিভাগের অন্যান্য সংবাদ