spot_img

ইসরায়েলে মাইকে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা

অবশ্যই পরুন

ইসরায়েলের মসজিদগুলোতে মাইকে আজান না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী কট্টর ডানপন্থি নেতা ইতামার বেন গিভি এ নির্দেশ দেন। মাইক অথবা বড় লাউড স্পিকারে আজান দেয়া হলে সেখানে সরাসরি বাধা দিতে বলেছেন এই কট্টর ডানপন্থি। খবর, টাইমস অব ইসরায়েলের।

প্রতিবেদনে বলা হয়েছে, বেন গভির এই নিষেধাজ্ঞা সম্পন্ন করতে দেশটির পুলিশকে নির্দেশ দিয়েছেন। নতুন এই নিয়ম অনুযায়ী পুলিশ এখন থেকে যেকোনো মসজিদে প্রবেশ করতে পারবে। সেইসাথে মাইক বা লাউড স্পিকারের কোনো সরঞ্জাম পেলে তা জব্দ করবে।

বেন গিভির জানান, মসজিদে মাইক ব্যবহার করতে দেখলে, পুলিশ সেখানে ঢুকতে পারবে। একইসঙ্গে ওইসব মসজিদের স্পিকার জব্দ করার অনুমতিও দিয়েছেন তিনি।

এক্সে করা একটি পোস্টে জাতীয় নিরাপত্তামন্ত্রী জানান, তিনি নীতিটি চালু করতে পেরে ‌গর্বিত। এর ফলে ‌মসজিদ থেকে অযৌক্তিক শব্দের অবসান ঘটাবে, এই শব্দ ইসরায়েলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে ইসরায়েলি বিরোধী দলীয় নেতারা ইতামার বেন গিভিরের এই নিষেধাজ্ঞার ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। যার মধ্যে আছেন লেবার পার্টির গিলাদ কারিভ। তিনি এক্সে লিখেছেন, বেন গিভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। ব্যারেলগুলোতে একটি ম্যাচের আগুন না ধরানো পর্যন্ত বেন গিভির থামবে না।

সর্বশেষ সংবাদ

সাকিব-সাইফের পর আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিনও

আবুধাবি টি-টেন লিগে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান ও সাইফ হাসান। এবার দল পেলেন আরো এক বাংলাদেশি ক্রিকেটার।...

এই বিভাগের অন্যান্য সংবাদ