সীমান্ত ও বাণিজ্যসহ জ্বালানি ইস্যুতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র্রুডোর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (৩০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের বিলাসবহুল রিসোর্ট মার-এ-লাগোতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর বার্তা সংস্থা এপির।
ট্রুথ সোশ্যাল মিডিয়ায় বৈঠক সম্পর্কে জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের আলোচনা ‘খুবই ফলপ্রসূ’ হয়েছে। অভিবাসন ও মাদক পাচার ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন জাস্টিন ট্রুডো। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, কানাডিয়ান পণ্যের ওপর ট্রাম্পের পূর্বঘোষিত ২৫ শতাংশ শুল্কারোপ ঠেকাতেই সাক্ষাৎ করেছেন ট্রুডো।
এর আগে, গেল সোমবার কানাডা ও মেক্সিকান পণ্যের ২৫ শতাংশসহ চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে শুক্রবার (২৯ নভেম্বর) কানাডায় এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, তিনি ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনাকে সিরিয়াসলি নিচ্ছেন। ট্রাম্প মুখে যা বলেন, তা বাস্তবায়ন করতে চান বলে জানান তিনি।