spot_img

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

অবশ্যই পরুন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হলো টাইগাররা যুবাদের। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪৫ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। নেপালকে হারিয়েছে ৫ উইকেটে।

গ্রুপ ‘বি’ তে থাকা বাংলাদেশের টানা দুই জয়ে পয়েন্ট ৪। শ্রীলঙ্কারও আজ আফগানিস্তানকে হারিয়েছে। ফলে লঙ্কানদেরও টানা দুই জয়ে চার পয়েন্ট রয়েছে। অপরদিকে, আফগানিস্তান ও নেপালের হাতে আছে আর মাত্র একটি ম্যাচ। ফলে আফগানিস্তান ও নেপালের মধ্যে যারা জিতবে তাদের পয়েন্ট হবে ২। ফলে বাংলাদেশের সাথে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে লঙ্কানদেরও। দুই দলের পরের ম্যাচটি হবে গ্রুপসেরা হওয়ার লড়াই।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় যুব টাইগার দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপাল মাত্র ১৪১ রানেই গুটিয়ে যায়। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৩ রান আসে ওপেনার আকাশ ত্রিপাতির ব্যাট থেকে। এছাড়া মিডল অর্ডার ব্যাটার উত্তম মাগার ও লোয়ার অর্ডারে অভিষেক তিওয়ারি খেলেন ২৯ রানের ইনিংস।

বাংলাদেশের পক্ষে রিজান হোসেন ৬ ওভার বল করে এক মেডেনসহ মাত্র ৮ রান খরচা করে নেন ২ উইকেট। এছাড়া আল ফাহাদ, ইকবাল হোসেন ইমনও শিকার করেন দুইটি করে উইকেট। অধিনায়ক আজিজুল হাকিম, রাফি উজ্জামান রাফি ও সাদ ইসলাম নেন একটি করে উইকেট।

১৪২ রান তাড়ায় প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। টাইগার ওপেনার কালাম সিদ্দিক শূন্য রানে ফেরেন হেমান্ত থামির বলে লেগবিফোরের ফাঁদে পড়ে। তবে অধিনায়ক আজিজুল ও ওপেনার জাওয়াদ আবরার দ্বিতীয় উইকেকে ৯০ রানের জুটি গড়েন। এতেই মূলত অনেকটা জয়ের কাছে চলে যায় বাংলাদেশ। ফেরার আগে জাওয়াদ ৬৫ বলে ৫৯ রানের ঝলমলে ইনিংস খেলেন। তার ইনিংসটিতে ছিল চারটি ছক্কা ও পাঁচটি চার।

জাওয়াদের বিদায়ের পরের বলেই গোল্ডেন ডাক মেরে ফেরেন শিহাব জেমস। ম্যাচের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা জাগলেও ফরিদ হোসেন ও দেবাশিস দেবার সাথে ছোট ছোট জুটি গড়ে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আগের ম্যাচে সেঞ্চুরি করা এই যুব টাইগার অধিনায়ক এই ইনিংসেও অর্ধশতক পেয়েছেন। অপরাজিত ছিলেন ৫২ রানে। বাংলাদেশ ৫ ‍উইকেট হারিয়ে ১২৮ বল বাকি থাকতেই টপকে যায় লক্ষ্য। নেপালের পক্ষে যুবরাজ খাত্রি ৬ ওভারে ২৩ রান শিকার করেছেন চারটি উইকেট।

সর্বশেষ সংবাদ

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

সিরিয়ায় বিদ্রোহীদের আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত ও তথ্যদাতা সরকারি এক কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর...

এই বিভাগের অন্যান্য সংবাদ