spot_img

আফগানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

অবশ্যই পরুন

যুব এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আগফানিস্তানকে ৪৫ রানে হারিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক আজিজুল হাকিব তামিমের সেঞ্চুরিতে ২২৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮৩ রানে শেষ হয় আফগানদের ইনিংস।

নির্দিষ্ট রান তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের বিপক্ষে বেশ বেগ পেতে হয়েছে আফগানদের। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান তোলেন ফয়সাল খান। এছাড়া ৩৪ রান আসে নাসের খানের ব্যাটে। দলের ছয় ব্যাটার ব্যর্থ হন দুই অঙ্কের রানে পৌঁছাতে। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট তুলে নেন আল ফাহাদ ও ইকবাল হোসেইন ইমন। এছাড়া ২টি উইকেট পান মারুফ মৃধা।

এর আগে, টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। মাত্র ৩ রানে ওপেনার জাওয়াদ আকবরের উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ১৪২ রান যোগ করেন সিদ্দিকি ও অধিনায়ক তামিম। তাদের জুটিতেই বড় সংগ্রহের স্বপ্ন দেখেছিল বাংলাদেশের যুবারা। সিদ্দিকি ৬৬ রান করে আউট হলে শুরু হয় বাংলাদেশের ব্যাটারদের আসা যাওয়া। ১ ছক্কা আর ৫টি চারে শেষ হয় সিদ্দিকির ইনিংস।

এরপর প্রায় একপ্রান্ত আগলে রেখেই খেলেছেন তামিম। তিনি ১৩৩ বলে ১০৩ রানের ইনিংস খেলেন। নিচের দিকের কোনো ব্যাটারই বলার মতো রান করতে পারেননি।

আফগানিস্তানের পক্ষে ২টি করে উইকেট তুলে নিয়েছেন আব্দুল আজিজ, নসরতউল্লাহ নুরিস্তানি ও খাতির স্টেনিজাই। ১টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ গাজানফার ও খান মারুফখিল।

উল্লেখ্য, আগামী ১ ডিসেম্বর নেপালের বিপক্ষে একই ভেন্যুতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

বিচারপ্রার্থীদের অপেক্ষা-আক্ষেপ-ভোগান্তি: সংস্কার কমিশনের কাছে নানা প্রস্তাব

মোবারক হোসেন, সম্প্রতি সিরাজগঞ্জের দুর্গম চর চৌহালী থেকে মামলার হাজিরা দিতে রওনা দেন। নদী পথে সদরঘাট পর্যন্ত আসতেই চলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ